Wednesday, November 12, 2025

‘খিচুড়ি-বিরিয়ানি’র বিল লক্ষ লক্ষ টাকা! জুনিয়র ডাক্তারদের আন্দোলনের খরচের জবাব চায় নেটিজেনরা

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের নামে তোলা টাকা কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। আন্দোলনের অফিস ভাড়া বাবদ ২৫ হাজার, লিফলেট ছাপাতে ১ লক্ষ ১২ হাজার, আর জল-বিস্কুট-ডিনার প্যাকেট কিনতে ব্যয় ২ লক্ষ ৪০ হাজার টাকা—এই হিসাব সামনে আসতেই উঠেছে প্রশ্ন: ‘‘এ কোন আন্দোলন?’’

বুধবার আর জি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডক্টর ফ্রন্ট (জেডিএফ)-এর দেওয়া ‘অসম্পূর্ণ’ হিসাব দেখে বিস্মিত নাগরিক সমাজ। চিকিৎসকদের প্রগতিশীল সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডা. করবী বড়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘একজন মেয়ে মারা গিয়েছে, সেই বিচারের দাবিতে আন্দোলন চলছে—সেখানে খিচুড়ি, বিরিয়ানি খাওয়া কিসের ইঙ্গিত দেয়?’’

জানা গেছে, আন্দোলনের সময় কিউআর কোড ও নগদ—দুই উপায়ে টাকা তোলা হয়েছিল। আর জি কর, মেডিক্যাল কলেজ, এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট মিলিয়ে প্রায় ৩ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার টাকা উঠেছে। তবে অন্যান্য সরকারি মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তোলা টাকার কোনও হিসাব মেলেনি।

আবার অভয়ার নামে প্রার্থনা অনুষ্ঠানে ৫৫ হাজার টাকা খরচ, আর জি করের বাইরে মূর্তি তৈরিতে আরও ৫৫ হাজার টাকা ব্যয়, নিয়েও উঠেছে প্রশ্ন। যেখানে আগে বলা হয়েছিল মূর্তিটি শিল্পী বিনামূল্যে তৈরি করেছেন।

এই ‘বেহিসাবি’ খরচের জন্য জুনিয়র চিকিৎসকদের নয়, বরং কিছু ‘সিনিয়র’ চিকিৎসকের উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকাকে দায়ী করেছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। অন্যদিকে, আন্দোলনের সময় চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বিতর্কিত মন্তব্য—‘‘দেড়শো গ্রাম বীর্য’’—নিয়ে নিজেরাই এখন মুখ বাঁচাতে ব্যস্ত জেডিএফ নেতৃত্ব।

বুধবারের গণকনভেনশনে অভয়ার বাবা-মাও উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, আগামী নবান্ন অভিযানে যোগ দেবেন। জেডিএফ-এর পক্ষ থেকে এদিন সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে—এই আন্দোলন সম্পূর্ণ ‘অরাজনৈতিক’ ছিল না।

নাগরিক সমাজের প্রশ্ন, ‘‘জনগণের টাকা তোলার পরে এমন খরচ দেখিয়ে দায় এড়ানো যায়?’’ আরও স্পষ্ট হিসাব ও দায়িত্বের দাবি তুলেছে গোটা সমাজ।

আরও পড়ুন – নিত্যযাত্রীদের দুর্ভোগের আশঙ্কা! ফের বাতিল একগুচ্ছ ব্যান্ডেল-কাটোয়া লোকাল 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...