বৃহস্পতিবার সকালে হুগলির।গোঘাটের (Goghat, Hooghly) বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে শোকের ছায়া, গোয়াল ঘর থেকে উদ্ধার একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ। ডাক্তারি পড়ুয়া ছেলের মৃত্যুর ঘটনার কারণেই অবসাদে জেরে আত্মঘাতী প্রৌঢ় দম্পতি, অনুমান এলাকাবাসীর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোঘাট থানার পুলিশ (Goghat Police)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির নন্দী পরিবারের ডাক্তারি পড়ুয়া সন্তান (২১) আটমাস আগে আত্মহত্যা করেন। তারপর থেকেই ভেঙে পড়েছিল গোটা পরিবার। পাড়ার লোকেদের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিয়েছিলেন কাশীনাথ নন্দী (৫৫) মমতা নন্দী (৪২) এবং অনিমা নন্দী (৭৫)।এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বেরতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় গোঘাট থানায়। এরপর গোয়ালঘর থেকে বাড়ির তিন সদস্যের দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

–

–

–

–
–

–

–

–

–
