Tuesday, January 13, 2026

ফিজিও সেনেন ফার্ণান্ডেজকেও সরিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

ক্লেটন বিদায় হয়ে গেছে। এবার ইস্টবেঙ্গল(Eastbengal) শিবির ছাড়তে চলেছেন আরও এক সদস্য। না কোনও ফুটবলার নয়। এবার ইস্টবেঙ্গল স্কোয়াড থেকে বিদায় হতে চলেছে দলের ফিজিও সেনেন ফার্ণান্ডেজেরও(Senen Fernandez)। এবারের ইস্টবেঙ্গল চোট আঘাতে জর্জরিত ছিল। বারবারই দিকেই আঙুল উঠছিল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন শুধুই সরকারীভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা।

এবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাদের সামনে এবার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল চোট আঘাত। গোটা মরসুমে দলের কোচ কখনোই ইস্টবেঙ্গলের পুরো দলকে একসঙ্গে পায়নি। প্রতি ম্যাচেই কোনও না কোনও ফুটবলার চোট আঘাতের আওতায় পড়েছেন। আর সেই থেকেই দলের ফিজিওকে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। বারবারই কাঠগড়ায় উঠতে হয়েছে ফিজিও সেনেন ফার্ণান্ডেজকে। মরসুম কার্যত শেষ।  এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সামনে রয়েছে শুধু সুপার কাপ।

তার আগেই দল গঠন নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ ব্রিগেডের অন্দরে। শোনাযাচ্ছে ক্লেটনকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তার পিছনে অন্য ঘটনা। এবার ফিজিওকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যত পাকা হয়ে গেছে লাল-হলুদ শিবিরে। তবে তাঁর জায়গায় নতুন ফিজিও হিসাবে কে আসবেন তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।

আইএসএলে এত চোট-আঘাত নিয়ে যে ইস্টবেঙ্গলও জেরবার হয়ে গেছিল তা বলার অপেক্ষা রাখে না। আইএসএল শেষ হওয়ার পরই দলের মেডিক্যাল দলে যে বদল আসবে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিশেষ থংবই সিংটো আসার পর থেকেই একের পর এক বদল আসছে লাল-হলুদ শিবিরে। এবার সেঅ কাজটাও তাড়াতাড়ি করে ফেলল ইস্টবেঙ্গল। এই মুহূর্তে জোর কদমে চলছে ইস্টবেঙ্গলের সুপার কাপের প্রস্তুতি। তারপর যে ইস্টবেঙ্গল শিবিরে আরও নানান বদল আসতে চলেছে তা বলাই যায়।

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...