Monday, August 25, 2025

তৃণমূল ভবন অভিযান! আইনি পথ ছেড়ে চাকরিহারাদের বিপথ গমন

Date:

Share post:

রাজ্যের চাকরিহারা শিক্ষক সমাজের জন্য আইনি পথে সুপ্রিম কোর্টে লড়াই চালাচ্ছে রাজ্য সরকার। কোনও যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, তার জন্য একের পর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যেই এক শ্রেণীর যোগ্য চাকরিহারা শিক্ষকদের বারবার রাজনৈতিক দলের প্ররোচনায় বিভ্রান্ত হতে দেখা গিয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে এবার চাকরিহারা শিক্ষাকর্মীরা তৃণমূল ভবন (Trinamul Bhavan) অভিযানে। সেখানেই শাসকদলের প্রশ্ন, তবে কেন সিপিএমের (CPIM) পার্টি অফিস ঘেরাও হবে না, যারা ২৬ হাজারের চাকরি বাতিলে পৈশাচিক উল্লাস করেছিল।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন। তার মধ্যেই রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। যদিও যোগ্য চাকরিহারাদের (untainted teachers) দাবি তারা আর পরীক্ষায় বসবেন না। সে ক্ষেত্রে যোগ্যদের চাকরি টিকিয়ে রাখতে শীর্ষ আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শুক্রবার তৃণমূল ভবন অভিযান করেন চাকরিহারাও শিক্ষাকর্মীরা।

সিবিআই তদন্তের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকার ও তার প্রতিটি সংস্থা আইনি পরামর্শ নিয়ে চলেছে। তাতে সহযোগিতা করছেন চাকরিহারা শিক্ষকরা। অথচ তাদের থেকে সরে এসে অন্য আন্দোলনের পথে শিক্ষাকর্মীদের একাংশ।

রাজ্য সরকারের পদক্ষেপের মাঝে এই ধরনের পদক্ষেপের সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত একটা স্বস্তি নিয়ে এসেছে। তারপরে আরও কি করা যায় তারা দেখছে। তাতে বুক ফেটে যাচ্ছে বিকাশ ভট্টাচার্য ও সিপিআইএমের। সবার চাকরি চলে যাওয়ায় তারা পৈশাচিক আনন্দ করেছিল। বিকাশবাবুর (Bikash Ranjan Bhattacharya) মামলার জন্য যে যোগ্যদের চাকরি আটকেছে তাদের বিকাশবাবুর, সিপিআইএম (CPIM) অফিস ঘেরাও করা উচিত। কিন্তু এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক ঘেরাও, পার্টি অফিস ঘেরাও রাজনীতিতে কোন লাভ হয় না।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...