Sunday, August 24, 2025

মেশিনে সোনা রাখলেই টাকা ট্রান্সফার ব্যাঙ্কে! চমকে দিল সাংহাইয়ের গোল্ড ATM 

Date:

Share post:

এটিএম (ATM) মানেই যখন তখন টাকা তোলা এবং জমা দেওয়ার সহজ ব্যবস্থা। কিন্তু সবটাই প্রযোজ্য নগদের ক্ষেত্রে। তবে এবার এই ধারণার একটু বদল ঘটতে চলেছে। এখন থেকে মেশিনে টাকার পরিবর্তে সোনা রাখলে সমপরিমাণ মূল্য ক্রেডিট হয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে! নেপথ্যে চিনের সাংহাই শহরের গোল্ড এটিএম (Gold ATM)। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল অভিনব এই যন্ত্রের কর্মপদ্ধতি।

সাম্প্রতিককালে সোনার দামের পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। মার্কেট বিশেষজ্ঞরা মনে করছেন, হলুদ ধাতু বিক্রির জন্য এটাই আদর্শ সময়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই চিনের কিংহুড গ্রুপ (Kinghood Group) নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে অভিনব গোল্ড এটিএম বসিয়েছে। এই মেশিনে গয়না রাখলে আধুনিক প্রযুক্তির সাহায্যে মেশিন সেটি গলিয়ে, ওজন করে, শুদ্ধতা বিচার করে নিয়ে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ সরাসরি ট্রান্সফার করছে ব্যাঙ্কে। এতে দোকানে গিয়ে ঠকে যাওয়ার আশঙ্কা থাকছে না। তানসু ইয়েগেন নামে এক ব্যক্তি গোল্ড এটিএমের একটি ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সাংহাইয়ের মলে লাইন দিয়ে এটিএমে সোনার গয়না বিক্রি করার জন্য ভিড় উপচে পড়তে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও দেখে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলছেন, যে এই গোল্ড এটিএমে যে চোরাই সোনা বিক্রি করা হচ্ছে না তা যাচাই করার কোন উপায় আছে কি? বলাইবাহুল্য, উত্তর মেলেনি। একটু বলে রাখা দরকার, ভারতেও সোনা সংক্রান্ত একটি বিশেষ মেশিন সম্প্রতি বসেছে কর্নাটকে। তবে সেখানে সোনালী ধাতু বিক্রি করা যায় না বরং কেনাকাটা করা যায়। এই মেশিনের নাম ‘টিএমসিসি গোল্ডসিক্কা’ (TMCC Gold Sikka)। যেখানে গ্রাহকরা সহজেই ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন কিনতে পারবেন। বাজারে সোনার বর্তমান দাম অনুযায়ী টাকা দিলেই ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রামের সোনার কয়েন মিলবে এই এটিএম থেকে। কর্নাটকের ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র (TMCC) উদ্যোগে এই মেশিন বসানো হয়েছে সে রাজ্যে। এখনও পর্যন্ত বেশ ভালই সাড়া মিলেছে।

 

spot_img

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...