Monday, August 25, 2025

আবারও ব্যাটিং বিপর্যয়, এবার ঘরের মাঠেও হার নাইটদের

Date:

Share post:

ঘরের মাঠে হলটা কী কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আবারও একটা হার। এবার প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স(GT)। তাদের বিরুদ্ধেই ৩৯ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আবারও একটা ব্যাটিং ব্যর্থতা। আর এই হারের সঙ্গে একাধিক প্রশ্নও উঠে গেল হয়ত। গুরবাজ সিংকে খেলানোর সিদ্ধান্ত কী সঠিক ছিল। নাকি ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সঠিক ছিল। সেই উত্তর তো অবশ্য সময়ই দেবে। তবে এই ম্যাচ হেরে যে নাইট রাইডার্স নিজেদের চাপটা অনেকটাই বাড়িয়ে নিল তা বলার অপেক্ষা রাখে না।

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কম রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও হেরে গিয়েছিল নাইটরা। সেই থেকেই তাদের ব্যাটিং বিপর্যয় নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। এদিন ঘরের মাঠেও সেই ধারা অব্যহত। রাসেল(Andre Russell), ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), রিঙ্কু সিংদের মতো নাম থাকলেও, কেউই সফল হতে পারেননি। অধিনায়ক রাহানে(Ajinkya Rahane) ছাড়া এদিনও নাইট ব্যাটাররা সকলেই ব্যর্থ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে। সেটাই হয়ত প্রথম ভুল ছিল। এদিন আবার কুইন্টন ডিকক-কে বাদ দিয়ে রহমনুল্লা গুরবাজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল নাইটরা। প্রথমে বোলিং নিয়েও গুজরাটের ব্যাটারদের বিরুদ্ধে সেভাবে কিছু করতে পারেনি নাইট রাইডার্স। শুভমন গিল(Shubman Gill) এদিন দুরন্ত ফর্মে ছিল। ৫৫ বলে ৯০ রানের ইনিংস। জস বাটলারের(Jos Buttler) ২৩ বলে ৪১ রানের ঝোরো ইনংস। গুজরাট টাইটান্স করে ১৯৮ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে ২ রানের মধ্যেই প্রথম উইকেটটা হারায় কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) চেষ্টা চালালেও নারিন, ভেঙ্কটেশ আইয়ার থেকে রিঙ্কু সিংরা কোনও সাহায্যই করতে পারেননি। ৫০ রানে রাহানে যখন ফেরেন তখন নাইট রাইডার্সের রান ৯১ রানে ৪ উইকেট। রাসেল বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে স্টাম্প। নাইটদের হারটা তখন সময়ের অপেক্ষা। ১৫৯ রানেই শেষ কলকাতা নাইট রাইডার্সের ইনিংস।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...