Monday, November 10, 2025

পদক্ষেপ নেই কেন: নিশিকান্তের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে অবমাননাকর মন্তব্য সত্ত্বেও কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্রের সরকার বা তাঁর দল বিজেপির পক্ষ থেকে। সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বিরুদ্ধে আদালত অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল (AG) থেকে সলিসিটর জেনারেলের (SG) কাছে চিঠিও দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে যা কখনও হয়নি, বিজেপি আমলে সাংসদের মুখ থেকে সেরকম কথাও শুনতে হয়েছে দেশের মানুষকে। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য় রসিকতার সঙ্গে ভাইরাল হচ্ছে, যা দেশের শীর্ষ আদালতের জন্য আরও অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার আবেদন জানানো হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মামলার শুনানি পরের সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বি আর গভাই (B R Gavai)।

সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টের ওয়াকফ আইন (WAQF Amendment Law) ও রাজ্য় সরকারগুলির বিল নিয়ে রাষ্ট্রপতিকে নির্দেশ নিয়ে চিরাচরিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যের ভঙ্গিতে বক্তব্য পেশ করেন। বিজেপির পক্ষ থেকে তাঁর বক্তব্যকে অস্বীকার করা হলেও দেশের শীর্ষ আদালতকে অবমাননা করার মতো অপরাধেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি। এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) মামলা সুপ্রিম কোর্টে দায়ের হল। মামলাকারী দাবি করেন, যেভাবে শীর্ষ আদালত ও প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন বিজেপির সাংসদ তেমন আগে কখনও হয়নি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে এমন বক্তব্য আসছে যা আদালতের পক্ষে অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার নির্দেশ জারি করারও আবেদন জানানো হয়। আগামী সপ্তাহে মামলার শুনানি।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...