Saturday, August 23, 2025

ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থান রয়্যালসের

Date:

Share post:

আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) কালো ছায়া? আবারও সেই রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধেই! এমন খবর ছড়ানোর সঙ্গেই তীব্র প্রতিবাদ জানালো রাজস্থান রয়্যালস। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটাই চিঠি লিখে রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীকে জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) তরফে। সেইসঙ্গে যেই ব্যক্তি অর্থাৎ রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর জয়দীপ বিহানির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে কঠোর শাস্তিরও আবেদন করা হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের(LSG) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই মাত্র ২ রানে হেরে গিয়েছিল রাজস্থান। এরপরই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে। ইচ্ছাকৃত ভাবেই নাকি লখনউ সুপার জায়ান্টসকে ম্যাচ ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) মতো ভয়ানক অভিযোগ আনে।

এমন কথা শোনার পরই ফের ক্রিকেট মহলে নানান গুঞ্জন শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজস্থান রয়্যালস। এই খবর যে শুধু ভুলই নয়, মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, “এমন ধরণের বিবৃতি শুধু বিভ্রান্তিকরই নয়, রাজস্থান রয়্যালস, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের মতো সংস্থার ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই নয় ক্রিকেটের সততাও নষ্ট করছে”।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনরের বিরুদ্ধে কঠিন শাস্তিরও দাবী জানিয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে একবার এই ম্যাচ ফিক্সিংয়ের জন্যই দু বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল রাজস্থান রয়্যালস। ফের একবার তেমন অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে রাজস্থান রয়্যালস।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...