Tuesday, November 11, 2025

রামদেবের মন্তব্য আত্মপক্ষ সমর্থনযোগ্য নয়! ভিডিও সরাচ্ছে যোগগুরু

Date:

Share post:

বারবার শীর্ষ আদালতে ভর্ৎসিত হওয়ার পরও একটুও বদলাননি যোগগুরু রামদেব (Ramdev)। ফের একবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে অন্য়ের জিনিসের বিক্রি কমিয়ে নিজের প্রোডাক্টের বাজার ধরার চেষ্টায় ছিলেন রামদেব। এবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) চরম ভর্ৎসিত তার ভিডিও। রুহ আফজা (Rooh Afza) নিয়ে করা ভিডিও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি আদালতে দিতে বাধ্য হলেন রামদেবের আইনজীবী।

সম্প্রতি পতঞ্জলি (Patanjali) ফুডস-এর সরবত প্রচারের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বাবা রামদেব ‘সরবত জেহাদ’ শব্দ ব্যবহার করে মন্তব্য করেন, যে এক বিশেষ কোম্পানি শরবত বিক্রির টাকায় মসজিদ এবং মাদ্রাসা করছে। এরপরেই মানহানির মামলা দায়ের করে ‘হামদর্দ ল্যাবরেটরিজ’। তাদের বক্তব্য ‘হামদর্দ ল্যাবরেটরি-এর বানানো রুহ আফজা পানীয়কে নিশানা করেই মন্তব্য করেছেন রামদেব। যদিও আদালতে রামদেব শুক্রবার তার মন্তব্যের পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি কোনও ব্র্যান্ড (brand), ব্যক্তি বা সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি।

মামলাকারী হামদর্দ তাদের আবেদনে রামদেবের বিরুদ্ধে আইনি নিষেধাজ্ঞা এবং ক্ষতিপূরণের দাবি করেছে। তাঁদের দাবি, রূহ আফজা (Rooh Afza) কেবল একটি বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ, যা সকল সম্প্রদায়ের মানুষ গ্রহণ করেছে। রামদেবের মন্তব্য এই ঐতিহ্যকে কলঙ্কিত করেছে এবং ব্র্যান্ডের বাজার মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

মঙ্গলবার বিচারপতি বনসল শুনানির সময় বলেন, ‘এই ধরনের মন্তব্য শুধুমাত্র একটি ব্র্যান্ডের (brand) বিরুদ্ধে নয়, বরং এটি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা। এটি আদালতের বিবেককে (conscience) গভীরভাবে আঘাত করে। এই বক্তব্যের সমর্থনে কোনও যুক্তিই গ্রাহ্য হয় না।

বিচারক রামদেবের মন্তব্য শোনার পর জানিয়েছেন , “ভিডিওটি দেখে আমি নিজের কান এবং চোখকে বিশ্বাস করতে পারছি না।” এরপরেই দ্রুত ভিডিও গুলিকে মুছে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...