রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে বাংলাকে কলঙ্কিত করে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে বিজেপি। সন্দেশখালি, আরজি করের পর এখন রাজ্যের হিন্দু-মুসলিম ঐক্যে বিষ ঢেলে বিভাজনের নোংরা রাজনীতি শুরু করেছে আরএসএসও। আর বিজেপি-আরএসএসের এই গভীর ষড়যন্ত্রের বিরোধিতায় সরব দেশবাঁচাও গণমঞ্চ।

মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে সংঘ পরিবারের ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বুদ্ধিজীবীরা। একদিকে বাংলাকে বঞ্চনা, অন্যদিকে রাজ্যপালের মাধ্যমে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। সাম্প্রদায়িক হিংসায় প্ররোচনা দিয়ে বিজেপি-আরএসএস বাঁকা পথে ক্ষমতা দখলের চেষ্টায় মেতেছে। সাম্প্রতিককালে মালদহ-মুর্শিদাবাদে বাইরে থেকে লোক ঢুকিয়ে হিংসা ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। মানুষকে প্ররোচনায় পা না দিয়ে শান্তির বার্তা দিয়েছে দেশবাঁচাও গণমঞ্চ। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন পূর্ণেন্দু বসু, সুমন ভট্টাচার্য, সমীর পুততুণ্ড, দেবজ্যোতি বসু, বর্ণালি মুখোপাধ্যায়, সৈকত মিত্র প্রমুখ।

আরও পড়ুন – কাশ্মীরে ৮৫,০০০ বহিরাগত! হামলার দায় স্বীকার জঙ্গীদের, শোক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

_


_


_

_

_

_

_

_

_