হাইকোর্টের শুনানিতে থাকবেন, দু’দিন পর ঘেরাও-মুক্ত SSC চেয়ারম্যান

চাকরিহারা শিক্ষকদের(Teachers) একাংশকে নিয়ে আন্দোলনকারীদের ধরনার জেরে ঘেরাও হয়েছিলেন এসএসসি(ssc) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দু’দিন পর শর্তসাপেক্ষে ঘেরাও-মুক্ত হলেন তিনি। হাইকোর্টে(Highcourt) এই দিন গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সেই মামলায় স্বশরীরে উপস্থিত থাকার জন্যই এসএসসি(ssc) চেয়ারম্যানকে মুক্ত করে দেওয়া হল বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন ও ধরনা চলবে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে তাঁরা এই আন্দোলন থেকে কিছু হটবেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বারবার জানিয়েছেন, নিশ্চিন্তে খুব স্কুলে যোগ দিন, বেতন সময়েই পাবেন। রাজ্য সরকার চাকরি হারাদের জন্য আইনি লড়াই লড়ছে। আপনারা শুধু কুরে যান ছাত্র পড়ান। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তালিকা নিয়ে ভাববেন না। আইনি পরামর্শ মেনে কালিকা প্রস্তুত করা হবে। ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরের তরফে জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিতান প্রদানের জন্য তালিকা পাঠানো হয়েছে।

তারপরও চাকরিহারাদের একাংশ বসে রয়েছেন ধরনায়। এদিন তাঁদের একাংশের বক্তব্য, তালিকার বিষয়টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝব। আজ আমাদেরই মামলার শুনানি আছে হাইকোর্টে। সেই মামলায় চেয়ারম্যান স্যরের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন। তাই আমরা ওঁকে ঘেরাও-মুক্ত করলাম। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে রিভিউ পিটিশনে তার প্রভাব পড়ে। রাজ্য সরকার আইনি পথেই এই সমস্যার সমাধান করবে।