Thursday, December 25, 2025

ধর্ম নিয়ে আলটপকা মন্তব্য নয়: মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরে জঙ্গি হানা ও মুর্শিদাবাদের পরিস্থিতির আবহে মন্ত্রীদের ধর্মীয় বিষয়ে নিয়ে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেন—ধর্ম সংক্রান্ত বিষয়ে মন্তব্য থেকে মন্ত্রীরা যেন বিরত থাকেন। আইন-শৃঙ্খলার স্বার্থেই এই সতর্কতা।

এদিন নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভাষা ব্যবহারে সাবধান হতে হবে। ধর্ম নিয়ে কোনও প্রকার প্রতিক্রিয়া বা মন্তব্য এড়ানো উচিত। এতে সমস্যা বাড়তে পারে।” সম্প্রতি সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহেই তৃণমূলের কিছু নেতা-মন্ত্রী নিজেদের মত করে বক্তব্য রাখছিলেন, যা আরও জটিলতা সৃষ্টি করে বলে অভিযোগ। সেই প্রবণতাকে লাগাম পরাতেই এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের ‘বাকসংযমের’ বার্তা দেন।

পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এরপর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, তিনি ঘটনার পর থেকেই কেন্দ্র ও দিল্লির (Delhi) রেসিডেন্ট কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নিহতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি কাশ্মীরে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছেন তিনি।

অন্যদিকে, দিঘায় অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলা জগন্নাথ মন্দিরের প্রসার নিয়ে দলীয় কর্মীদের তৃণমূল স্তর পর্যন্ত সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক মন্ত্রীকে নিজ নিজ এলাকায় এই বিষয়ে জোর প্রচার চালাতে বলা হয়েছে। ধর্ম নয়, শান্তিই হোক মুখ্য- এই প্রচার চালাতে বলেন মমতা।
আরও খবরচোর পালালে… রাজনাথের ‘দ্রুত পদক্ষেপে’! শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...