Monday, December 22, 2025

পহেলগামের পাল্টা জবাব কোন পথে, আজ সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের

Date:

Share post:

কাশ্মীরে জঙ্গি হামলার (Terrorist attack in Kashmir) জেরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে ভারত। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাড়িতে সিসিএস (CCS) বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াঘা বর্ডার সীমান্ত বন্ধ থেকে শুরু করে পাকিস্তানিদের ভিসা বাতিল করার কথা বুধবার রাতেই জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ২৬ নিরপরাধের মৃত্যুতে ফুঁসছে গোটা দেশ, জবাব কোন পথে তা নিয়ে আলোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্র (Government of India)।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর যে নৃশংস জঙ্গি হামলা হয়েছে তাতে পাকিস্তান যোগ স্পষ্ট বলে জানা গেছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে যেভাবে বেছে বেছে গুলি করা হয়েছে তার নিন্দায় সরব গোটা দেশ। পাল্টা জবাব দেওয়ার জন্য দাবি সব মহলের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আগেই জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে রাগ করা হবে না। তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্র জারি উচ্চপর্যায়ে সতর্কতা। বুধবার রাতে বৈঠকের পর এবার বৃহস্পতি সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোদি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যোগ দেবেন। থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কমিটির সদস্যরাও। কাশ্মীর নিরাপদ এবং শান্ত আছে বলে কেন্দ্রের দাবিকে নিশানা করে প্রথম থেকেই সুর চড়িয়েছেন বিরোধীরা।এখনও পর্যন্ত জানা গেছে, তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।কংগ্রেসের তরফে দলের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন। সম্ভবত থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের ত্রিরুচি শিবা, শিব সেনার শ্রীকান্ত শিণ্ডেও বৈঠকে যোগ দেবেন। এনডিএর জোটসঙ্গী জেডিইউ অবশ্য এই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না। সন্ধে ৬টায় সর্বদল বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে পহেলগামের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ।

সন্ত্রাসবাদী হামলার জেরে বড় ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটন শিল্প। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে অনেককে। অমরনাথ চর্চার আগে আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের সর্বদলীয় বৈঠকে জঙ্গি হামলার পাল্টা জবাব থেকে শুরু করে কাশ্মীরের বর্তমান অবস্থা নিয়ে কোন সিদ্ধান্ত হয় সেদিকে নজর থাকবে।

 

 

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...