Wednesday, August 27, 2025

ভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে না বিসিসিআই-এর

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) ভয়াবহ ঘটনা। জঙ্গীদের নির্বিচারে গুলি চালানোতে নিহত সাধারণ পর্যটকরা। তাতেই ফুঁসছে গোটা দেশবাসী। এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া মনোভাব দেখাল বিসিসিআই(BCCI)। পাকিস্তানের সঙ্গে এখন তো বটেই, আগামী দিনেও আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিল বিসিসিআই। একটি সংস্থায় গিয়ে তেমনটাই জানিয়েছেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajiv Shukla)। এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে বিসিসিআই।

২০১২-১৩ সালে শেষবার ভারত এবং পাকিস্তানের(INDIAvsPAKISTAN) মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ভারত শেষবার পাকিস্তানে গিয়েছিল ২০০৮ সালে। এরপর থেকে আর ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল। তারা নিরপেক্ষ ভেন্যুতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমেছিল।

কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেটারদের তরফ থেকে বারবার দ্বিপাক্ষিক শিরিজ শুরুর করার কথা শোনাযাচ্ছিল। কিন্তু সুদূর ভবিষ্যতেও যে আর সেটা সম্ভব নয়, তা রাজীব শুক্লার(Rajiv Shukla) কথা থেকেই স্পষ্ট।

তিনি একটি সংস্থায় জানিয়েছেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে রয়েছি এবং তাদের সমবেদনা জানাই। আমাদের সরকার যা বলবে আমরা সেটাই করব। পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ আর নয়। কারণ অমাদের সরকারের সেটাই নির্দেশ। এমনকী ভবিষ্যতেও পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। তবে যখন আইসিসির ইভেন্ট আসবে, তখন তো সবটাই আইসিসির নিয়ম অনুযায়ী। তবে আইসিসির সমস্ত ব্যাপারটাই জানে”।

আইসিসি(ICC) প্রতিযোগিতা ছাড়া পাকিস্তানের সঙ্গে সেভাবে আর সাক্ষাত হয় না ভারতের। এবার পহেলগাম(Pahalgam) ঘটনা হওয়ার পর কার্যত সেই সম্ভাবনা আরও শেষ হয়ে গেল বলাই যায়।

spot_img

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...