পুরুলিয়ায় ডাকাতি কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা 

প্রতীকী

চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। পুরুলিয়ার কোটশিলায় আয়কর অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা পরাণ মাহাতো। ঘটনায় মূল পান্ডা হিসেবে উঠে এসেছে এক সিআরপিএফ জওয়ান পরেশ দাসের নাম, যিনি রাঁচির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটিতে এসে এই ডাকাতির পরিকল্পনা করেন পরেশ দাস। তাঁকে সাহায্য করেন পশ্চিম মেদিনীপুরের রাজাবাজার এলাকার বাসিন্দা ও বিজেপি নেতা পরাণ মাহাতো। এলাকার কোটিপতি ব্যক্তিদের সন্ধান দিতে বলা হয়েছিল বামনিয়া গ্রামের বাসিন্দা মহিম কুমারকে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্যে আসে বিড়ি ব্যবসায়ী কিরীটি কুমারের বাড়ি।

পরিকল্পনা অনুযায়ী, সমীর রায়ের সহযোগিতায় ঝাড়খণ্ডের একদল আততায়ীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। তৈরি হয় ডাকাতির নীল নকশা। পরে ওই আততায়ীরা পরিকল্পনামাফিক অভিযান চালিয়ে ডাকাতি করে পালিয়ে যায়। এই ঘটনার খবর সামনে আসতেই ব্যাপক অস্বস্তিতে বঙ্গ বিজেপি। যদিও দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গ্রামে পরাণ মাহাতোর ভাবমূর্তি ছিল একজন সৎ নেতার মতো। কিন্তু তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগে হতবাক ও আতঙ্কিত স্থানীয় মানুষজন। পুলিশ তদন্তে নেমে একের পর এক তথ্য সংগ্রহ করছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন – মেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর, মহিলা দলকে দিলেন ট্রফিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_