Sunday, January 11, 2026

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, সর্বোচ্চ চাহিদা মিটিয়ে রেকর্ড রাজ্যের

Date:

Share post:

হাঁসফাঁস গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বিদ্যুতের চাহিদা লাফিয়ে বাড়ছে। রাজ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটায় রাজ্য বিদ্যুৎ (Electricity) বণ্টন সংস্থার অধীনে থাকা এলাকায় বিদ্যুতের চাহিদা ১০ হাজার ৯০ মেগাওয়াটে পৌঁছে যায়। চলতি মরসুমে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলে বিদ্যুৎ দফতরের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে।

সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২ হাজার ৫০৭ মেগাওয়াট। বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সপ্তাহে দু-বার বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

গত বছর ১৬ জুন রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ১০ হাজার ৫০৭ মেগাওয়াট। যা স্বাধীনতা পরবর্তীকালে সর্বাধিক। তবে চলতি বছর এপ্রিলেই সেই রেকর্ড ছোঁয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। বিদ্যুৎ দফতরের মতে, এপ্রিলেই যখন চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়াচ্ছে, তখন মে-জুনে তা ১১ হাজার ছুঁয়ে যেতে পারে। তবু এখনও পর্যন্ত সরবরাহে কোনও ঘাটতি নেই। বিদ্যুতের এই বেড়ে চলা চাহিদা সামলাতে রাজ্য সরকার সক্রিয়। বিদ্যুৎ সচিব ও দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সপ্তাহে দু’বার বৈঠক করছেন বিদ্যুৎমন্ত্রী। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ (Electricity) সরবরাহ বজায় রাখাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলার লোড ম্যানেজমেন্টে নজর রাখা হচ্ছে। কোথাও যাতে ওভারলোডিং বা বিচ্ছিন্নতা না ঘটে, তা নিয়মিত মনিটর করা হচ্ছে।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...