আইএসএলের পর সুপার কাপ(Super Cup), মোহনবাহানের(MBSG) বিজয়রথ অব্যহত। সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলাররা নেই। তরুণ ফুটবলারদের নিয়েই কেরালা ব্লাস্টার্সের(KBFC) বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে যারা বেশি সুযোগ পাননি তারাই শুধু ছিলেন সবুজ-মেরুন শিবিরে। তাতেই বাজিমাত সবুজ-মেরুন ব্রিগেডের। কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল মোহনবাগান। মোহনবাগান আর ত্রিমুকুট জয়ের মধ্যে এখন শুধুই দু ধাপের দুরত্ব।

এই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই হেরে সুপার কাপ থেকে বিদায় হয়েছিল ইস্টবেঙ্গলের। ধারেভারে মোহনবাগান(MBSG) এগিয়ে থাকলেও, অত্যন্ত সাবধানী হয়েই মাঠে নেমেছিল মোহনবাগান ব্রিগেড। সেভাবেই ছক সাজিয়েছিলেন বাস্তব রায়। কার্যত প্রতিপক্ষ শিবিরে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয়ার্ধে কেরালা যাও বা একটু লড়াই করেছিল, প্রথমার্ধে তো মোহনবাগানের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি তারা।

Into the semi finals ⚡️💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #KalingaSuperCup pic.twitter.com/MOBg2hm8x9
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 26, 2025
শুরু থেকেই আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদরা(Sahal abdul samad) ছিল আক্রমণাত্মক মেজাজে। প্রথমার্ধে এগিয়েও যায় মোহনবাগান। গোলদাতা সাহাল আবদুল সামাদ। দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন ব্রিগেডের জয়টা পাকা করে দেয় সুহেল ভাট(Suhail Bhat)। সেইসঙ্গেই প্রথম চারেও নিজেদের জায়গা পাকা করে ফেলে মোহনবাগান সুপারজায়ান্ট।

যদিও কেরালা দ্বিতীয়ার্ধে খানিকটা লড়াই করেছিল। গোলের ব্যাবধান কমাতে পারলেও, ম্যাচে ফিরতে পারেনি তারা। ২-১ গোলে জিতেই সেমিফাইনালে মোহনবাগান(mbsg)। এখন ট্রফি থেকে আর মাত্র দু ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে সবুজমেরুন ব্রিগেড।

–

–

–

–

–

–

–

–
