ইরানের আব্বাস বন্দরের বিস্ফোরণে মৃত বেড়ে ১৪, আহত অন্তত ৭৫০

ইরানের আব্বাস বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪। আহত হয়েছেন অন্তত ৭৫০ জন। শনিবার বন্দর এলাকার সহিদ রাজাই ঘাট লাগোয়া এলাকায় আগুন জ্বলতে (Explotion in Shahid Rajaee near Bandar Abbas in southern Iran) দেখা যায়। আচমকাই সেই আগুন থেকে বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান, বন্দর লাগোয়া দাহ্য পদার্থের ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়তেই বিস্ফোরণ ঘটে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বন্দরের আকাশ। বন্দর এলাকার আশেবাশের সব রাস্তাতেই চলন্ত গাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

বিস্ফোরণের প্রসঙ্গে ইরানের শুল্ক দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কন্টেনার ইয়ার্ডে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, যার যথাযথ পর্যবেক্ষণ করা হয়নি। অর্থাৎ অগ্নি নিরাপত্তার গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট গুরুতর।