চূড়ান্ত গাফিলতি! খুলল না লেভেল ক্রসিং, টোটোতেই মৃত্যু হল বৃদ্ধের

পক্ষান্তরে রেলের গাফিলতিতেই প্রাণ গেল এক মরণাপন্ন বৃদ্ধের। মেদিনীপুরের বেলদার ঘটনা। নাম মণীন্দ্রনাথ ষড়ঙ্গী। বয়স ৭৩ বছর।

জানা গিয়েছে, মণীন্দ্রনাথ সকালে প্রাতঃকৃত্য করতে গিয়ে বাড়ির বাথরুমে পড়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বাড়ির লোকজন তড়িঘড়ি একটি টোটোতে চাপিয়ে বেলদা সুপার স্পেশ্যালিটি হসপিটালের দিকে রওনা হন। কিন্তু কেশিয়াড়ি মোড় লেভেল ক্রসিং বাঁচার শেষ আশাটুকুও ছিনিয়ে নিল। পরপর তিনটি ট্রেন পেরোনোর কারণে রবিবার সকালে দীর্ঘক্ষণ আটকে থাকে টোটোটি। সেখানেই মৃত্যু হয় বৃদ্ধের। স্থানীয় মানুষজন এবং মৃতের পরিবার বেজায় ক্ষুব্ধ রেল প্রশাসনের উপর। তাঁদের দাবি, অতক্ষণ আটকে না রাখলে ওই বৃদ্ধকে বাঁচানো যেত।

আরও পড়ুন – পহেলগাঁওয়ে মঙ্গলবার ঠিক কী ঘটেছিল? বিস্তারিত জানতে নিহত বিতান অধিকারীর বাড়িতে এনআইএ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_