আইপিএলের মঞ্চে নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তাঁর পারফরম্যান্সেই উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস(RR) কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। ড্রেসিংরুমে ফিরতেই এই তরুণ ক্রিকেটারকে জড়িয়ে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ। বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) কাছে তাঁর এখন একটাই আবদার। এমন পারফরম্যান্স যেন আগামী দিনেও তিনি দেখাতে পারেন। ম্যাচ হওয়ার ২৪ ঘন্টা পরেও সেই বৈভবকে নিয়েই এখন আলোচনা তুঙ্গে রয়েছে। আগামী ম্যাচ গুলোতেও বৈভব এমন পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

এবারের মেগা নিলামে রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) কথাতেই বৈভব সূর্যবংশীকে(Vaibhav Suryavanshi) দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। বিশেষ করে এক ১৪ বর্ষীয় কিশোরক দলে নেওয়া নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। অবশেষে কথা রেখেছে বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরীর পাশাপাশি টি টোয়েন্টি ফর্ম্যাটে ইতিহাস তৈরি করেছে সূর্যবংশী।

ম্যাচ শেষে সেই বৈভব সূর্যবংশী সাজঘরে ফিরতেই তাঁকে জড়িয়ে ধরেন রাহুল দ্রাবিড়। ভবিষ্যতেও তাঁকে নিয়ে আশাবাদী রাহুল দ্রাবিড়। রয়্যালস শিবিরের ম্যানেজার জানিয়েছেন, “কোচের জন্যও এটা এতকটা দারুণ মুহূর্ত। নিলামে দ্রাবিড়ই বৈভবকে নিয়েছিলেন। ওঁর ওপরে দ্রাবিড় ভরসা রেখেছিল এবং তাঁকে অনুশীলনে তৈরি করেছিলেন দ্রাবিড়। সেখানেই ফল পাওয়া গিয়েছে, আনন্দ তো হবেই। সাজঘরে দ্রাবিড় জরিয়ে ধরে বৈভবকে। সেখানেই তিনি বলেন আগামী দিনেও নাকি এমন পারফরম্যান্স দেখাতে হবে”।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। এবারের আইপিএলে(IPL) তাঁর ব্যাট থেকেই এসেছে দ্রুততম সেঞ্চুরী। ভবিষ্যতেও এই ধারা বৈভব ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

–

–

–

–

–

–

–

–

–
