মেট্রোর সম্প্রসারণের কাজ জোরকদমে চলার মধ্যেই শহরের চারটি মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব জমা পড়েছে নবান্নে। প্রস্তাবগুলি বর্তমানে বিবেচনার স্তরে রয়েছে।

সেন্ট থমাস স্কুল কর্তৃপক্ষ খিদিরপুর মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ‘সেন্ট থমাস স্কুল খিদিরপুর’ অথবা ‘খিদিরপুর সেন্ট থমাস স্কুল’ রাখার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে ভিআইপি রোড/তেঘরিয়া স্টেশনের নাম ‘হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন’ রাখার দাবি তোলা হয়েছে। এই দাবিতে সমর্থন জানিয়েছে শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়ি এবং রেবতী রঞ্জন রায়।

জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের স্মৃতিতে হাওড়া ময়দান, এসপ্ল্যানেড, শিয়ালদা অথবা মহাকরণের মধ্যে কোনও একটি স্টেশনের নাম ‘অমরশিল্পী কিশোর কুমার’ করারও প্রস্তাব উঠেছে। সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব এসেছে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারের তরফে। তিনি ‘জয়হিন্দ’ স্টেশনের নাম পরিবর্তন করে ‘জয়হিন্দ বিমানবন্দর’ করার সুপারিশ করেছেন। এই স্টেশনটি হবে দুটি গুরুত্বপূর্ণ রুটের সংযোগস্থল, একদিকে যাবে নোয়াপাড়া, অন্যদিকে কবি সুভাষ বা নিউ গড়িয়া। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এটি এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। থাকবে লাগেজ টেনে আনার সুবিধাও। সব মিলিয়ে শহরের গুরুত্বপূর্ণ চারটি মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের এই প্রস্তাব এখন নবান্নে বিচারাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

আরও পড়ুন- দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সৌজন্য মুখ্যমন্ত্রী: আমন্ত্রিত বিমান-দিলীপ-প্রদীপ

_

_

_

_

_

_

_

_

_
