Friday, November 28, 2025

১৯ দিনে ২০০-র বেশি ট্রেন বাতিল হাওড়া-খড়্গপুর শাখায়! রেলের ঘোষণায় ক্ষুব্ধ যাত্রীরা

Date:

Share post:

পরিষেবার নামে যাত্রীদের সঙ্গে কি ছেলেখেলা করছে রেল, হাওড়া-খড়্গপুর শাখার রেল বাতিলের (Howrah Kharagpur Division Train Cancelled) ঘোষণা হতেই গর্জে উঠলে নিত্যযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern railway) তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি স্টেশনে (Santaragachi Station) আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং-র কাজের জন্য আজ অর্থাৎ ৩০ এপ্রিল থেকে আগামী ১৮ মে পর্যন্ত ঊনিশ দিনে দুশোর বেশি লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। যার জেরে চরম সমস্যা এবং ভোগান্তিতে পড়তে হবে নিত্যযাত্রীদের। এ ছাড়াও, একাধিক ট্রেনের সময় পরিবর্তনের পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলযাত্রীরা বলছেন, পরিষেবা নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহে ট্রেন বাতিল আর দেরিতে ট্রেন চলাচলের কারণে সমস্যা বাড়ছে। অথচ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলের সেদিকে ভ্রুক্ষেপ নেই। দিনের পর দিন এভাবে চলতে পারে না। ক্ষোভে ফুঁসছেন সাধারণ যাত্রীরা।

অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) থেকে আগামী ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল থাকছে। তবে মে মাসের তিন দিন অর্থাৎ ১২,১৩ এবং ১৪ তারিখে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার পাশাপাশি ২৪ টি দূরপাল্লার ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময় বদলেছে ১৫টি ট্রেনের। যে ১৯ দিন কাজ চলবে তার মধ্যে দিঘা -পুরীর একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। হাওড়া-পুরী এক্সপ্রেস(Howrah Puri Express), থেকে শুরু করে ধৌলি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, পুরী-শালিমার সাপ্তাহিক স্পেশাল ট্রেন, শতাব্দী এক্সপ্রেস (Shatabdi express), রূপসী বাংলার মতো দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

spot_img

Related articles

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...