অক্ষয় তৃতীয়া সকালে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় (bike accident in MAA flyover) মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। বুধবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তায় বাইকটি পিছলে যায়। প্রাথমিক অনুমান দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। প্রায় ২০০ মিটার দূরে ছিটকে পড়ে যায় বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এরপর প্রায় চল্লিশ মিনিট ধরে দেহ রাস্তাতে পড়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, আরোহীর মাথায় কোনও হেলমেট ছিল না এবং ফোনে কথা বলতে বলতে তিনি বাইক চালাচ্ছিলেন। পার্ক সার্কাস থেকে মা উড়ালপুলের (MAA flyover) উপরে উঠতেই দু চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাইক পিছলে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। এরপর রাস্তায় প্রায় মিনিট চল্লিশ ধরে দেহ পড়েছিল এবং পাশ দিয়ে অবিরাম গতিতে গাড়ি চলাচল করে বলে অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–

–

–
