বিলে অনুমোদন রাজ্যপালের! দীর্ঘ আইনি জটের পর সবুজ সংকেত হাওড়ার পুরভোটে

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল ২০২১-এ অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর ফলে হাওড়া পুরনিগমে ভোটে আর কোনও বাধা থাকল না বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

২০১৮ সালে হাওড়া পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রশাসকমণ্ডলীর মাধ্যমে পরিচালিত হচ্ছে হাওড়ার পুর প্রশাসন। সাত বছর ধরে নির্বাচন না হওয়ায় একাধিকবার প্রশ্ন উঠেছে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। এরই মাঝে রাজ্য সরকার বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে সংযুক্ত করে ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে ৬৬-তে উন্নীত করে। কিন্তু পরে বালিকে হাওড়া থেকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হলে তা নিয়ে তৈরি হয় আইনি জট।

২০২১ সালে হাওড়া থেকে বালিকে আলাদা করার জন্য বিধানসভায় বিল পাস হলেও তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাতে সই করেননি। ফলে বিল ঝুলে থাকে দীর্ঘদিন। বর্তমান রাজ্যপাল সদ্য সেই সংশোধনী বিলে স্বাক্ষর করায় হাওড়া পুরনিগমে ভোটের পথ অবশেষে সুগম হল।

বর্তমানে হাওড়া পুরনিগমের প্রশাসক পদে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুজয় চক্রবর্তী। সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্যপালদের বিল আটকে রাখার প্রবণতা নিয়ে কড়া সমালোচনা করে। তারই প্রেক্ষিতে গত দু’দিনে রাজ্যপাল মোট পাঁচটি বিলের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন (সংশোধনী) বিল, ২০১৮ ও কমিশনের পুনর্গঠন সংক্রান্ত বিলও। এখন হাওড়ার নাগরিকদের নজর নির্বাচন কমিশনের দিকে—কবে ঘোষণা হবে বহু প্রতীক্ষিত পুরভোটের দিন।

আরও পড়ুন – অবশেষে জাতি জনগণনার পথে কেন্দ্র, পাল্টা কোটার দাবি কংগ্রেসের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_