কাশ্মীর সীমান্তে ভারত-পাক যৌথ সেনার লাগাতার যুদ্ধ জিগিরের মধ্যেই সমীকরণ বদলাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের (POK)। গোটা বিশ্বের কাছে পাক নেতা-মন্ত্রীরা দাবি করেছেন তারা আর সন্ত্রাসবাদকে মদত দেন না। কার্যত সেটা প্রমাণ করতেই পাক অধিকৃত কাশ্মীরে মাদ্রাসা (madrasah) বন্ধের প্রক্রিয়া শুরু পাকিস্তানের। জঙ্গিদের নিয়ে পাকিস্তান পিছু হঠতেই জায়গা দখলে মরিয়া ভারতীয় সেনা (Indian Army)।

সম্প্রতি পিওকে-তে (POK) প্রায় এক হাজার মাদ্রাসা বন্ধ করার নির্দেশ জারি করেছে পাকিস্তান, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। মূলত ভারত থেকে বারবার মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। নিজেদের এই অভিযোগমুক্ত করতেই পিওকে-র অন্তর্গত ১০০০ মাদ্রাসা বন্ধের নির্দেশ জারি বলে দাবি একাংশের রাজনৈতিকদের।
পাশাপাশি দাবি করা হচ্ছে বাস্তবে যদি মাদ্রাসাগুলিতে সত্যিই জঙ্গি প্রশিক্ষণ চালিয়ে থাকে, তবে সেগুলি বন্ধ করে জঙ্গি বাড়বাড়ন্ত রোখা সম্ভব হবে পাকিস্তানের পক্ষে। সীমান্ত বন্ধ, জলচুক্তি বাতিল থেকে উড়ান বন্ধ করে কূটনৈতিক চাপ পাকিস্তানের উপর জারি রেখেছে ভারত। তার উপর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shahbaz Sharif) ইউটিউব (YouTube channel) চ্যানেল ভারত বন্ধ করে দেওয়ায় অনেকাংশে অসম্মানের মুখে পাকিস্তান। এই পরিস্থিতিতে নিজেদের স্বচ্ছ দেখাতে মরিয়া শরিফ সরকার। এদিন বন্ধ করে দেওয়া হয় একাধিক ক্রিকেটার ও শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, ক্রিকেটার বাবর আজম, মহম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুক্রবার থেকে বন্ধ হল ভারতে।

অন্যদিকে পহেলগামে জঙ্গি হানা পরবর্তীতে গোটা কাশ্মীর থেকে নাশকতার বিরোধী আওয়াজ উঠেছে। স্থানীয় মানুষ স্পষ্ট করে দিয়েছেন তাঁরা কোনওভাবেই জঙ্গিদের সঙ্গে নেই। পাল্টা ভারতীয় সেনার পক্ষ থেকেও শুরু হয়েছে কাশ্মীরবাসীর সঙ্গে সম্পর্ক মেরামতির কাজ। কুপুওয়ারা সেক্টরে দুদিন ধরে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিবির শুরু করেছে ভারতীয় সেনা (Indian Army)। মূলত জনবিচ্ছিন্ন হয়ে পড়াতেই গোয়েন্দা ব্যর্থতা, বলে বার বার অভিযোগ উঠেছে। নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক মেরামতিতে জোর দেওয়া হয়েছে। কাশ্মীরে জনসংযোগ বাড়িয়ে এবার আরও এক কূটনৈতিক পথে পাকিস্তানকে জবাব দিতে প্রস্তুত ভারত।

–

–

–

–

–

–

–

–

–

–
