Friday, January 30, 2026

অগ্নিকাণ্ড থেকে শিক্ষা, আপাতত বন্ধ কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ

Date:

Share post:

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধ। শুক্রবার, এই ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবারই পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁর পরিস্থিতিতে দেখে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৎক্ষণাৎ নির্দেশ দেন জরুরিকালীন বৈঠকে বসার। এর পরেই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরনিগম।

বড়বাজারের অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা আর না ঘটে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বড়বাজার থেকে বৃহস্পতিবার, তিনি সারপ্রাইজ ভিজিটে সারপ্রাইজ ভিজিটে যান পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ে যান মমতা। সেখানে কিছু খাবারের দোকানের পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই বিল্ডিং-এ নীচে সারি সারি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) মজুদ করা ছিল। দেখে মমতা বলেন, “এখানে এত গ্যাস সিলিন্ডার, যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!” কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং দমকল মন্ত্রীকে রেস্তরাঁর প্রতিনিধিদের ডেকে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দেন মমতা। বলেন, “কলকাতার মেয়র, কলকাতার পুলিশ কমিশনার আর ফায়ার ব্রিগেড মিনিস্টার এখনই মিটিংয়ে বসবে। রেস্টুরেন্টের লোককে নিয়ে ইর্মাজেন্সি মিটিং করতে হবে। এভাবে ছাদ বন্ধ করে রেস্টুরেন্ট চলতে পারে না।”

এই আলোচনার পরেই ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, সিঁড়ির মতো ছাদও কারও একার নয়, বিক্রি করা যাবে না। মেয়র বলেন, “পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করেছি, যাতে তিনি সমস্ত রুফ টপ রেস্তরাঁর নামের তালিকা আমাদের কাছে দেন। আমরা সেই রেস্তরাঁগুলিকে নোটিস পাঠিয়ে দেব।” মেয়রের কথায়, বড়বাজারের অগ্নিকাণ্ড দেখেই এই শিক্ষা। পুরসভার তরফে কলকাতার সহ রুফটপ (Rooftop Restaurant) রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হল।
আরও খবরচিকিৎসকদের ‘ঘুষ’ দেওয়া আটকাতে প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লেখার নির্দেশ সুপ্রিম কোর্টের! 

spot_img

Related articles

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...