কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার আগুনের কবলে পড়লো কেষ্টপুর। শনিবার দুপুরে কেষ্টপুরের এক স্কুলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যাইনি।

জানা গেছে নাচের ক্লাস চলাকালীনই এসির মধ্যে থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ক্লাসঘরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন – দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

_

_

_

_

_

_

_

_
_
_
_
_