চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায় ৫ হাজার ৪৫৩টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২২.৭ লক্ষ ।

গত বছর থেকে শিক্ষা নিয়ে এ বছর যাতে পরীক্ষা নির্বিঘ্নে করা যায় তার জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলা, রাজ্য এবং কেন্দ্র এই তিনটি স্তরে নজরদারি চালানো হয়।নিট-ইউ সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ১৬৫ টেলিগ্রাম এবং ৩২ ইনস্টাগ্রাম প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে। এনটিএ আয়োজিত যে কোনও পরীক্ষায় আগামী তিন বছরের জন্য বসতে দেওয়া হবে না ওই পরীক্ষার্থীকে। কোন রকম ভুয়ো পোস্ট ছড়িয়ে যাতে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিক সৃষ্টি না হয় সে কারণে সামাজিক মাধ্যমেও কড়া নজরদারি চালান হয়।

আরও পড়ুন – ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল

_

_

_

_

_

_

_

_
_
_
_
_