ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির ফিলিপস মোড়ে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। এক বিদেশি মুদ্রা বিনিময়কারী সংস্থার কর্মীর কাছ থেকে ট্যাক্সিতে থাকা প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় দুই দুষ্কৃতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এস এন ব্যানার্জি রোডের এক বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার অফিস থেকে বিপুল অঙ্কের নগদ অর্থ নিয়ে পার্ক সার্কাসের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিতে রওনা হন সংস্থার এক কর্মী। অফিসের সামনে থেকেই একটি ট্যাক্সি ধরেন তিনি। গন্তব্য ছিল পার্ক সার্কাস। কিন্তু ফিলিপস মোড়ে পৌঁছতেই আচমকা দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে উঠে পড়ে এবং চালককে গাড়ি ঘুরিয়ে কামারডাঙার দিকে যাওয়ার নির্দেশ দেয়। গাড়ি থামতেই তারা ডিকিতে রাখা নগদ টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় একের পর এক ছিনতাই ও নগদ লুটের ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। পার্ক সার্কাস, রাজাবাজার, পার্ক স্ট্রিটে একাধিকবার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হয়েছে। বাইকে করে এসে দুষ্কৃতীরা এই সমস্ত অপরাধ ঘটিয়ে দাপটের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এবার শহরের একেবারে কেন্দ্রস্থলে ট্যাক্সি থেকেই কোটি টাকার লুটে ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ও পুলিশের টহলদারির ওপর।

আরও পড়ুন- গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

_

_

_

_

_

_

_
_
_
_
_