Sunday, December 28, 2025

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

Date:

Share post:

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পহেলগাম কাণ্ডের (Pahelgam Incident) পর থেকে ক্রমাগত উত্তেজনার পরিস্থিতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়। যেকোনও মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মাঝেই পাকিস্তানি সেনার একনাগাড়ে গুলি চালানোর ঘটনায় ভারতীয় জওয়ানদের ব্যতিব্যস্ত করে রাখার পাক কৌশলের কথাই বলছে ওয়াকিবহাল মহল। ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, সোমবার (৫ মে) রাতে কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে।

পহেলগামের ঘটনার দুদিন পর অর্থাৎ গত ২৪ এপ্রিল থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিনে কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফের দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভূস্বর্গে তন্ন তন্ন করে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে। এই আবহে সন্ত্রাসবাদীদের নিজেদের আস্তানায় ফেরাতে এভাবে গোলাগুলি করে ভারতকে ব্যস্ত রাখতে চাইছে পাকিস্তান, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গত ১২ দিনে পুঞ্চ , কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জবাব দেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছে ভারতীয় সেনা।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ‘সরকারি বিজ্ঞাপন’! সতর্কবার্তা রাজ্য পুলিশের

হুবহু সরকারি বিজ্ঞাপনের মতো, আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম ছবি সব কিছু। কিন্তু পা দিলেই বিপদ! কি...

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...