ভারতীয় দলের(Team India) অধিনায়কত্ব ছেড়েছেন। আইপিএলেও(IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(rcb) অধিনায়কত্ব ছেড়েছিলেন। বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত গুলো নিয়ে এখনও নানান কথাবার্তা হয়। এবার বিরাট নিজেই মুখ খুললেন। কেন তিনি অধিনায়কত্বের পদ থেকে সরে এসেছিলেন সেই কথাই সকলের সামনে আনলেন খোদ বিরাট(Virat Kohli)। নিজের খেলার দিকে মন দেওয়া এবং আনন্দে থাকার জন্যই ভারতীয় দল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদ থেকে সরে এসেছিলেন এই তারকা ক্রিকেটার।

এবারের আইপিএলে(IPL) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের হয়েও ওডিআই এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ছিলেন দুর্ধর্ষ ফর্মে। অধিনায়ক থাকাকালীন শেষের দিকটা একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারছিলেন না বিরাট কোহলি(Virat Kohli)। তাঁকে নিয়ে যেমন প্রত্যাশার পারদটা চড়ছিল তেমনই চাপটাও বাড়ছিল বিরাট কোহলির ওপর। তাঁর খেলার ওপর প্রভাব পড়ছিল। তিনি একটু আনন্দের সঙ্গে খেলতে চেয়েছিলেন, আর সেটাই নেতৃত্ব থেকে সরে আসার পিছনে অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করছেন বিরাট কোহলি।

ময়ান্তি ল্যাঙ্গারের(Mayanti Langer) সঙ্গে একটি চ্যাট শোয়ে বিরাট কোহলি জানিয়েছেন, “আমার কখনোই মনে হয়নি যে আমার মনোযোগ সরে গিয়েছিল। আমি শুধু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম যে, কী করতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। সেই সময়টাই আমার কাছে সবচেয়ে কঠিন একটা পরিস্থিতি ছিল। সেই সময়ই আমি ঠিক করেছিলাম যদি আমাকে এই জায়গায় থাকতে হয় তবে সবার আগে খুশি থাকতে হবে। আমি একটা এমন জায়গায় থাকতে চেয়েছিলাম যেখানে আমায় কেউ জাজ করবে না”।
“𝘞𝘩𝘢𝘵’𝘴 𝘮𝘰𝘳𝘦 𝘪𝘮𝘱𝘰𝘳𝘵𝘢𝘯𝘵 𝘪𝘴 𝘵𝘩𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘪𝘰𝘯𝘴𝘩𝘪𝘱 𝘢𝘯𝘥 𝘵𝘩𝘦 𝘮𝘶𝘵𝘶𝘢𝘭 𝘳𝘦𝘴𝘱𝘦𝘤𝘵 𝘰𝘷𝘦𝘳 𝘴𝘰 𝘮𝘢𝘯𝘺 𝘺𝘦𝘢𝘳𝘴, 𝘢𝘯𝘥 𝘐’𝘮 𝘨𝘰𝘪𝘯𝘨 𝘵𝘰 𝘴𝘦𝘦 𝘪𝘵 𝘵𝘩𝘳𝘰𝘶𝘨𝘩 𝘯𝘰𝘸! 𝘛𝘩𝘪𝘴 𝘪𝘴 𝘮𝘺 𝘏𝘖𝘔𝘌. 𝘛𝘩𝘦 𝘭𝘰𝘷𝘦 𝘐 𝘩𝘢𝘷𝘦… pic.twitter.com/n0DErxgonp
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 6, 2025
২০২১ সালে টি টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। এরপরই তাঁকে ভারতীয় দলের ওডিআই অধিনায়কের পদ থেকেও সরিয়ে দিয়েছিল বিসিসিআই। এক ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক না রাখার কথাই বলা হয়েছিল বোর্ডের তরফে। এরপর টেস্ট ফর্ম্যাট থেকে নিজেই অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া এবং দায়িত্ব থেকে সরানোর এই বিষয় নিয়ে জোর সমালোচনা হয়াছিল। বিতর্কও হয়েছিল প্রচূর। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

–
–

–

–

–

–


–

–

–

–

–