ব্রিটেন পার্লামেন্টে ইসলামাবাদকে তুলোধোনা, ভারতের পাশে ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল

Date:

Share post:

পহেলগাম হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) নিয়ে যখন রাষ্ট্রসঙ্ঘের ভুয়ো তথ্য দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, দু নৌকায় পা দিয়ে চলার নীতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তখন ব্রিটেনের পার্লামেন্টের হাউস অফ কমন্সে (House of Commons) ভারতের হয়ে ব্যাট ধরলেন ব্রিটিশ সাংসদ প্রীতি প্যাটেল (UK MP Priti Patel)। বিশ্বমঞ্চে ইসলামাবাদকে কার্যত তুলোধোনা করে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ (uk mp Priti Patel’s fiery parliament speech) বুঝিয়ে দিলেন ১৪০ কোটির দেশের আত্মরক্ষার অধিকারের কথা। পহেলগামের (Pahelgam terrorist attack) প্রসঙ্গ উল্লেখ করে তাঁর সাফ মন্তব্য, প্রত্যাঘাতের সম্পূর্ণ অধিকার রয়েছে নয়াদিল্লির আর অপারেশন সিন্দুর (Operation Sindoor) ঠিক সেটাই করেছে।

বিশ্বের দরবারে পাকিস্তান (Pakistan) নিজেকে যতই ‘সন্ত্রাসবিরোধী’ বলে তুলে ধরার চেষ্টা করুক না কেন শাহবাজ শরিফের দেশের চরিত্র বুঝতে কারোর বাকি নেই। মঙ্গলবার ভারতীয় সেনার প্রত্যাঘাতে পর থেকেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যেভাবে পাকিস্তানের সেনা এক নাগাড়ে কাশ্মীর সীমান্তে গুলি করে নিরীহ মানুষদের হত্যা করছে, অথবা ভারতের এয়ার স্ট্রাইকে মৃত জঙ্গিদের নিজেদের দেশের পতাকায় মুড়ে শহিদ তকমা দিচ্ছে, তাতে আর যাই হোক ইসলামাবাদের আসল চেহারাটা বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না। ব্রিটিশ পার্লামেন্টে প্রীতি সাম্প্রতিক হামলা আর পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের কথা উল্লেখ করে বুঝিয়ে দেন কীভাবে সন্ত্রাসের ক্ষতচিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা দিল্লি, মুম্বইয়ের তালিকায় গত ২২ এপ্রিল নাম উঠেছে বৈসরন ভ্যালির। পাকিস্তানকে কাঠগড়ায় তুলে সাংসদের দাবি, “সে দেশে থাকা সন্ত্রাসবাদীরা ভারতের মতো পশ্চিমী দুনিয়ার জন্যও ক্ষতিকারক।যে বা যারা ভারতকে ভয় দেখানেরা চেষ্টা করছে, যে পরিকাঠামো থেকে ভারতের উপর হামলা চলছে, সেখানে প্রত্যাঘাত করা নয়াদিল্লির অধিকার।”

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ জানিয়েছেন দুদেশের উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা দরকার। তবে এটাও ঠিক দীর্ঘ সময় ধরে ভারতকে উত্তপ্ত করে চলেছে পাক মদতপুষ্ট পুষ্ট সন্ত্রাসবাদীরা। এই জঙ্গি কার্যকলাপ এবং সন্ত্রাস নির্মূল করতে ব্রিটেনের উচিৎ ভারতের সঙ্গে হাতমিলিয়ে কাজ করা বলেই অভিমত তাঁর। পার্লামেন্টে ভারতের হয়ে সওয়াল করতে গিয়ে তিনি টেনে আনেন ওসামা বিন লাদেনের প্রসঙ্গ। কারণ এই জঙ্গিকেই একসময় আশ্রয় দিয়েছিল ভারতের পড়শী দেশ। পাশাপাশি ভারতের সঙ্গে ব্রিটেনের যে সন্ত্রাসবিরোধী দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে সে কথাও মনে করিয়েছেন প্রীতি। অপারেশন সিন্দুরের পর ব্রিটেনের পার্লামেন্টে ভারতীয় বংশোদ্ভূত এই সাংসদের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

spot_img

Related articles

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...