Monday, August 25, 2025

পরিস্থিতি দেখে পাকিস্তান ছাড়তে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা

Date:

Share post:

পিএসএল(PSL) ছেড়ে এবার দেশে ফিরতে চাইছেন দুই ব্রিটিশ ক্রিকেটার(England Cricketer)। অপারেশন সিন্দুর(Operation Sindur) হওয়ার পর থেকেই ভারত-পাক(IND-PAK) অবস্থার আরও অবনতি হয়েছে। পাকিস্তানের মাটিতে থাকা আর নিরাপদ বলে মনে করতে পারছেনা বিদেশি ক্রিকেটাররা। এই মুহূর্তে সাতজন ইংল্যান্ডের ক্রিকেটার(England Cricketers) পাকিস্তানে রয়েছে। সকলেই এই মুহূর্তে পাকস্তান ছাড়তে চাইছেন। তার মধ্যে দুজন ব্রিটিশ ক্রিকেটারদের নামই উঠে এসেছে। শোনাযাচ্ছে ক্রিস জর্ডন(Chris Jordan) এবং ডেভিড উইলি(Dvid Willey) নাকি তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিকে।

এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল(IPL)। সেইসঙ্গেই পাকিস্তানেও চলছে পিএসএল(PSL)। কিন্তু বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের পর এবার আর পাকিস্তানে থাকতে চাইছেন না ব্রিটিশ ক্রিকেটাররা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত বুধবার নাকি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা তাদের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক সেরেছে। সেই ইমার্জেন্সি বৈঠকে নাকি পাকিস্তানের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের পরই রাওয়ালপিন্ডিতে পিএসএলের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে আরও একটা ম্যাচ নাকি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদৌ পিএসএল এই মরসুমে আর হবে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়ছে জোর জল্পনা। এমন পরিস্থিতিতেই ডেভিড উইলি এবং ক্রিস জর্ডন তাদের ফ্র্যাঞ্চাইজির কাছে এই অনুরোধ জানিয়েছেন।

তারা দুজনই মুলতান সুলতান্সের হয়ে খেলেন। তাদের দলের যেহেতু আর প্লেঅফে যাওয়ার কোনও রকম সম্ভাবনা নেই সেই কারণেই তাদের যেন ছেড়ে দেওয়া হয় এমনই অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে স্যাম বিলিংস, জেমস ভিন্স এবং টম কারানদের মতো তারকা ক্রিকেটাররা।

spot_img

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...