বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে (Rabindranath Tagore Birth Anniversary) কবিগুরুর লেখা কবিতা পোস্ট করেই শ্রদ্ধা নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন- “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর,আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী,বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি…” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাঁকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায় – সবকিছুতেই তিনি! সারা বিশ্ব তাঁর সৃষ্টির আলোকে আলোকিত।

বাঙালির গর্বের ২৫ শে বৈশাখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বকবির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

রাজ্য সরকারের (Govt of WB) তরফে আজ বাংলা জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে কলকাতার রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে তথ্য সংস্কৃতি দফতর আয়োজিত ‘কবিপ্রণাম’ অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
–

–
–

–

–

–

–


–

–

–

–

–