মু্ম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে বিপিন সিং

Date:

Share post:

দলবদলের মরসুমে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার লাল-হলুদ শিবিরে মুম্বই সিটি এফসি(Mumbai City FC) থেকে চলে এলেন বিপিন সিং(Bipin Singh)। বিদেশিদের পাশাপাশি এবার দেশীয় ফুটবলারদের জায়গাটাও আরও শক্তিশালী করতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিশেষ করে আক্রমণে আরও জির দিচ্ছে। সেখানে বিপিন সিং যে ইস্টবেঙ্গলের(Eastbengal) শক্তি অনেকটাই  বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কত বছরের জন্য বিপিন সিংয়ের সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা হতে চলেছে বিপিন সিংয়ের নাম।

মুম্বই সিটি এফসিতে এবারও বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিপিন সিং(Bipin Singh)। গত মরসুম থেকেই কার্যত বদলে গিয়েছিল বিপিন সিংয়ের পজিশন। লেফট উইংয়ের পরিবর্তে রাইট উইংয়েই বেশি খেলছিলেন এই তারকা ফুটবলার। এবারের আইএসএলেও(ISL) সাফল্য রয়েছে বিপিনের। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের উইং বারবারই বেশ সমস্যায় পড়েছে। সেইসঙ্গে মাঝমাঠ। সেইসহ কথা মাথায় রেখেই বিপিনকে হয়ত দলে নিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নাওরেম মহেশের(Naorem Mahesh) সঙ্গে বিপিনের জুটি ভালো হবে বলেই হয়ত মনে করছে ইস্টবেঙ্গল।

আগামী মরসুমের জন্য সম্পূর্ণ নতুনভাবে দল গোছাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। মিগুয়েল ফেরেইরা আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন। এবার মুম্বই সিটি এফসি থেকে এই উইঙ্গারকে দলে তুলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিক্রম প্রতাপকে না পেয়েই হয়ত মুম্বই সিটি এফসির থেকে বিপিন সিংকে দলে তুলে নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

মুম্বই সিটি এফসির হয়ে ১২১ ম্যাচে ২৫টি গোল রয়েছে তাঁর। খেলেছেন এটিকের হয়েও। এবার ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামবেন বিপিন সিং। শেষপর্যন্ত তিনি সফল হন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...