রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম। তাঁদের মধ্যে এক জন মহিলা এবং তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর। বাকি দু’জনের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। সকলেরই চিকিৎসা চলছে।

পাশাপাশি কাশ্মীরের মোট ২৬ জায়গায় এদিন হামলার চেষ্টা করে পাকিস্তান। ড্রোন দেখা গেছে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা, শ্রীনগর, আউন্তিপোরা, নাগরোটা ও জম্মু; পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা; রাজস্থানের জয়সলমের, বারমের, কুয়ারবেট, লক্ষী নালা; এবং গুজরাটের ভূজ এলাকায়। সীমান্তজুড়ে এত সংখ্যক ড্রোনের উপস্থিতি সেনাবাহিনী ও গোয়েন্দা মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আবার ‘ব্ল্যাকআউট’ হল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যে উরি, কুপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। রাতে শ্রীনগর বিমানবন্দরে পাক ড্রোন দেখা যায় বলে সেনার একটি সূত্রে একই খবর। রাজস্থান, পঞ্চাবেও পাকিস্তানি ড্রোন চিহ্নিত করেছে সেনা। অন্য দিকে, দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন – IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

_
_

_

_

_

_


_

_

_

_

_