বন্ধ ৩২ বিমানবন্দর, জম্মু-কাশ্মীরে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেন

Date:

Share post:

ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালাচ্ছে কেন্দ্র। জম্মু-কাশ্মীরে কত পর্যটক রয়েছে তা জানতে চাইছে রেল বোর্ড। জম্মু, উধমপুর, পাঠানকোট থেকে একাধিক স্পেশাল ট্রেন চালান হবে। জম্মু থেকে ১২টি সংরক্ষিত এবং ১২টি অসংরক্ষিত কোচের স্পেশাল ট্রেন চালিয়েছে নর্দার্ন রেল। উধমপুর থেকে ২০ কোচের বন্দে ভারত স্পেশাল ট্রেনও চালানো হয়েছে। ২২ কোচের সংরক্ষিত স্পেশাল ট্রেনটিকে শুক্রবার রাতে জম্মু থেকে চালানো হয়েছে। বেশিরভাগ স্পেশাল ট্রেনেরই গন্তব্য দিল্লি (Delhi)। এদিকে দেশে বিমানবন্দর বন্ধের সংখ্যাও বেড়েছে।

আগামি কয়েকদিন এভাবেই একাধিক স্পেশ্যাল ট্রেন (Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। পাশাপাশি ভারত-পাকিস্তান (India-Pakistan) অশান্তির কারণে খুব জরুরি না হলে কোনও রেলকর্মী এবং আধিকারিকদের কোনওরকম ছুটি নিতে বারণ করা হয়েছে।

অন্যদিকে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি একাধিক নোটিস টু এয়ারমেন জারি করে উত্তর ও পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দরে সমস্ত বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

যে যে বিমানবন্দর বন্ধ করা হয়েছে
আদমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তীপুর, ভাটিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সলমীর, জম্মু, জামনগর, যোধপুর, কাঠলাল, কাংরা, কেশোদ, কিষনগড়, কুলু-মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট (হীরাসর), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস, উত্তরলাই।
আরও খবর: ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে ২৪০ কোটি ডলার ‘ভিক্ষা’ IMF-এর

আগেই নির্দেশিকা জারি করে উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এবার আরও চারদিন তা বাড়িয়ে দেওয়া হল।

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...