কোনা এলিভেটেড (Kona Elevated) করিডর নির্মাণের কাজে গতি আনতে কেন্দ্রের কাছে আর্জি জানাল রাজ্য সরকার। দ্বিতীয় হুগলি সেতু থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী ওই করিডর নির্মাণের কাজ চলছে বিলম্বিত লয়ে। ৬ লেনের উড়ালপুল নির্মাণের কাজ চলায় কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) নিত্য যানজট লেগে আছে। এটা ঠিক যে, করিডর নির্মাণের কাজ শেষ হলে সাঁতরাগাছি সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ের নিত্যদিনের যানজটের মুক্তি ঘটবে। যাত্রীরা সহজেই পৌঁছে যাবেন কলকাতায়, কিংবা কলকাতা থেকে ১৬ নম্বর জাতীয় সড়কে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে মুখ্যসচিব কেন্দ্রের কাছে আর্জি জানান, কোনা এলিভেটেড করিডরের কাজ দ্রুত শেষ করার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে মুখ্যসচিব শুক্রবার নবান্নে বৈঠকে বসেন কেন্দ্রীয় সচিবের সঙ্গে। তিনি বলেন, শীঘ্রই বর্ষা নেমে যাবে। এর মধ্যে যদি পিলার পাইলিংয়ের কাজ শেষ না করা যায়, তবে বিপত্তি বাধবে। বর্ষার তিন-চার মাসে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেমন সমস্যার হবে, তেমনই কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের মাত্রা আরও বৃদ্ধি পাবে। কোনা এলিভেটেড করিডর দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ককে ছ’লেনের উড়ালপুল দিয়ে সংযুক্ত করবে। বদলে যাবে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকার পথ-চিত্র।

বর্তমানে এই করিডরের পিলার তৈরির কাজ চলছে। কোনা এলিভেটেড (Kona Elevated) করিডরের কাজের দায়িত্বে থাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে মুখ্যসচিবের আর্জি, রাজ্যের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। এই নির্মাণকাজ চলার কারণে বর্তমানে ব্যাপক যানজট হচ্ছে। তাই এই কাজ দ্রুত শেষ করতে হবে। এর আগে ২৫ এপ্রিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান সন্তোষ যাদবের সঙ্গে নবান্নে বৈঠক হয় মুখ্যসচিবের। সেখানেও তিনি এলিভেটেড করিডরের কাজে গতি আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন। এছাড়া, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্প, একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণ এবং এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কাজে অগ্রগতি নিয়েও আলোচনা হয় কেন্দ্রীয় সচিবের সঙ্গে।
আরও খবর: ‘অপারেশন সিন্দুর’-এ নিকেশ ৫ জঙ্গিদের নাম-পরিচয় প্রকাশ কেন্দ্রের
–

–
–

–

–

–

–


–

–

–

–
