ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হট লাইনে (hot line) বৈঠক কোথায় বৈঠক হবে তা স্পষ্ট করা হয়নি সেনার তরফে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। দুদেশের বৈঠকের ঘন্টাখানেক আগে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে ভারতের তরফ থেকে কি দাবি রাখা হবে তা জ্বালিয়ে নেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন তিন সেনাবাহিনীর ডিজিএমও (DGMO), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।

ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগে রবিবার সারারাত সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করেনি পাকিস্তান। শান্তিপূর্ণ রাতের দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এরপরেই সোমবার ১২টায় বৈঠকে বসছেন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও কাসিফ চৌধুরি।

ডিজিএমও পর্যায়ের বৈঠকে কি কি দাবি তুলতে পারে ভারত তা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে আলোচনার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে কোন কোন দাবি তোলা হতে পারে তার ইঙ্গিত মিলেছে –

- শুধুমাত্র পশ্চিমের রাজ্যগুলি নয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্পূর্ণ সংঘর্ষ বিরতি
- পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সমাধান আলোচনার মাধ্যমে
- পাকিস্তানে আটক ভারতীয় বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউয়ের নিঃশর্ত মুক্তি
- ভারত-পাক সীমান্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান, কোনও তৃতীয় দেশের মধ্যস্থতা ছাড়াই
–
–

–

–

–

–


–

–

–
