দীর্ঘ জল্পনা অবসান। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে আবেগতাড়িত পোস্ট দিতে টেস্ট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করে দিলেন কিং কোহলি। বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তে হতাশ তাঁর অসংখ্য ভক্ত।

রোহিত শর্মা(Rohit Sharma) অবসর নেওয়ার পরই বিরাট কোহলির(Virat Kohli) অবসর নিয়ে চর্চা শুরু হয়ে গেছিল। তিনি নাকি বিসিসিআইকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন। এরপরই বিরাটকে বোঝানোর কাজ শুরু করেছিল বিসিসিআই। একজন প্রাক্তন ক্রিকেটারকেও নাকি বোঝানোর দায়িত্ব দিয়েছিল। কিন্তু কাজ হলো না।

শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে এক আবেগতাড়িত বার্তা দিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন কোহলি।

View this post on Instagram
ভারতীয় ক্রিকেট হয়ে বহু রেকর্ড রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। টেস্টেও তার সাফল্য আকাশছোঁয়া। সাদা জার্সিতে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৩০টি সেঞ্চুরি। এছাড়া বিরাট কোহলির রুন রয়েছে ৯২৩০। ৬৮টি টেস্ট e অধিনায়কত্ব করেছেন বিরাট, তারমধ্যে ৪০ টিতেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই সাদা জার্সিটাই খুলে রাখার সিদ্ধান্ত বিরাট কোহলির।

–
–

–

–

–

–


–

–

–

–

–