Wednesday, January 14, 2026

চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

Date:

Share post:

প্রতিরক্ষায় পাকিস্তান যে পুরোপুরিভাবে চিনের উপর নির্ভরশীল ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আকাশপথে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে চার-পাঁচ দিন ধরে লাগাতার যে হামলা চালিয়েছে পাকিস্তান তা যে চিনের (China) বলে বলিয়ান হয়েই ছবিসহ তথ্য তুলে ধরলেন ভারতীয় বায়ুসেনার ডিজিএমও (DGMO, Indian Air Force) এ কে ভারতী। ড্রোন (drone) থেকে মিসাইল (missile) – চিনে তৈরি ক্ষেপনাস্ত্রের ছবি তুলে পাক-চিন বন্ধুত্ব স্পষ্ট করে দেওয়া হল ভারতের তরফে।

আগেই ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ভারতীয় সীমা অতিক্রম করে হামলা চালায়নি। তাদের হামলা হয়েছিল মূলত আকাশ পথেই। সোমবার সাংবাদিক বৈঠকে তিন সেনার প্রধান আরও একবার স্পষ্ট করে দেন আকাশপথে হামলা (areal strike) হবে, এই বিষয়ে তাঁরা প্রস্তুত ছিলেন। ভারতীয় সেনার ডিজিএমও (DGMO, Indian Army) রাজিব ঘাই ও নৌসেনা(DGMO, Indian Navy) ডিজিএমও এ এন প্রমোদ তুলে ধরেন স্থলপথ ও জলপথে কিভাবে হামলা প্রতিহত করা হবে, তার সমস্ত প্রস্তুতি রেখেছিল ভারতের তিন বাহিনী।

রবিবারই সাংবাদিক বৈঠক করে তিন সেনাপ্রধান জানান, ভারতের বিভিন্ন অংশে পাক হামলায় ব্যবহৃত মিসাইল (missile), ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পাওয়া গিয়েছে। কিন্তু তা নিয়ে বিস্তারিত পেশ করা হয়নি। শুধুমাত্র তুর্কির ক্ষেপণাস্ত্রের (Turkish munition) ছবি দেখিয়ে পাকিস্তান ও তুর্কির যোগ স্পষ্ট করা হয়েছিল রবিবার। দিনভর পঞ্জাব থেকে রাজস্থান – বিভিন্ন এলাকা থেকে উদ্ধার পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস ও বিশ্লেষণের কাজ চালায় ভারতীয় সেনা।

এরপরেই সোমবার ডিজিএমও পর্যায়ের সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে ভারতীয় বায়ুসেনার ডিজিএমও এ কে ভারতী দাবি করেন, বিভিন্ন এলাকা থেকে পাওয়া লং রেঞ্জ রকেট (long range rocket), মিসাইল (missile) বিশ্লেষণ করে জানা গিয়েছে সেগুলি চিনে (China) নির্মিত। এছাড়াও ড্রোন বা তৎসম ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র ভারতের আকাশে ধ্বংস করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। সেই ধ্বংসাবশেষ থেকেও প্রমাণ মিলেছে সেগুলি চিনে তৈরি ক্ষেপণাস্ত্র।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...