এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার যোগ্য জবাব দিয়েছি। পাকিস্তানের (Pakistan) যা ক্ষতি হয়েছে, তার জন্য দায়ী ওরা নিজেই। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, পহেলগাম জঙ্গি হামলায় পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। রবিবারে মতোই এদিনও একাধিক ছবি ও ভিডিও দেখিয়ে ব্যাখ্যা করা হয় কীভাবে পাকিস্তান হামলা চালায় এবং ভারতীয় সেনা তার প্রত্যুত্তর দেয়।

এদিন এ কে ভারতী (A K Bharati) সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। পাক সেনার বিরুদ্ধে নয়। ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের (Pakistan) ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। আমরা তার জবাব দিয়েছি। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত যাবে- সেই ভাবেই পুরো ব্যবস্থা তৈরি করা হয়েছে।“
আরও খবর: চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, “গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের চরিত্র বদলেছে। এখন সাধারণ মানুষকে নিশানা করে জঙ্গিরা। পহেলগামে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায়।“ পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকার প্রশংসা করে তিনি।

–

–
–

–

–

–

–


–

–

–

–
