Thursday, November 6, 2025

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

Date:

Share post:

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি থানার পুলিশ। ধৃতের নাম কৌশিক রায়। কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন- তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। এই পর্যটককে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সদ্য পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় সতর্ক প্রশাসক। সেই স্মৃতি উসকে দিল আগ্নেয়াস্ত্র নিয়ে পর্যটনস্থলে যাওয়ার ঘটনা। মন্দারমণি থানার পুলিশ সূত্রে খবর, মালদহে মোথাবাড়ি থানার রায়পাড়া বাসিন্দা কৌশিক রায় (Kaushik Ray) রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিঘা থেকে মন্দারমণি পৌঁছন। গোপন সূত্রে এই খবর পেয়ে, পুলিশ কৌশিক যে হোটেলে ওঠেন সেখানে তল্লাশি করে। কিন্তু হোটেলে তিনি না থাকায় তাঁর উপর নজরদারি শুরু করে পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়েই সমুদ্র সৈকতে ঘুরছিলেন ওই যুবক। পরে হোটেলে ফিরলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১২ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের এই বিষয়ে কিছু না জানায় তাঁদের গ্রেফতার করা হয়নি।
আরও খবর: ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

মালদহের বাসিন্দা বছর তিরিশের কৌশিক কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না- খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে কী উদ্দেশে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে চক্রের যোগ আছে কি না-সেই সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। মন্দারমণি (Mandarmoni) উপকূল থানায় ওসি অর্কদীপ হালদার জানিয়েছেন, “গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বিস্তারিত তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।” এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

spot_img

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...