আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (BSF Jawan Purnam Kumar Shaw)। গত ১১মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রিষড়ার জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এক সপ্তাহের মধ্যে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। অবশেষে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দেশে ফিরলেন পি কে সাউ (PK Sau)। স্বস্তিতে তাঁর পরিবার। এই ঘটনাকে কূটনৈতিক দিক থেকে ভারতের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

গত ২৩ এপ্রিল ভুলবশত পাকিস্তানি এলাকায় ঢুকে পড়ায় শাহবাজ শরিফের দেশের সেনার হাতে বন্দি হতে হয় ভারতের জওয়ানকে। এরপর দুদেশের তরফে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়েও কোনও সুরাহা মেলেনি। উদ্বেগ বাড়ছিল রাজ্য তথা দেশের। পূর্ণম রিষড়ার বাসিন্দা হওয়ায় শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপরতার সঙ্গে বিএসএফ কর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। জওয়ানের স্ত্রীর কেন্দ্রের তরফে কোনও সহযোগিতা না পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন এবং আশ্বাস দেন এক সপ্তাহের মধ্যে ঘরের ছেলেকে ফেরানো হবে। এই ঘটনার তিনদিনের মাথায় বুধবার সকালে বিএসএফ জওয়ানকে হস্তান্তর করল পাকিস্তান।

–

–

–
–

–

–

–

–


–

–

–

–

–