সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ গুলো ডিজে এবং চিয়ারলিডার(Cheerleader) ছাড়াই হতে চলেছে। লড়াইয়ে জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ পরামর্শ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তী। সরকারীভাবে ঘোষণা না হলেও শোনাযাচ্ছে গাভাসকরের(Sunil Gavaskar) কথাই নাকি রাখতে চলেছে ভারতীটয় ক্রিকেট বোর্ড।

ভারত-পাক অশান্তির জেরে একসময় অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল আইপিএল। শুধু তাই নয় সীমান্তের অশান্তির জেরে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে দিয়েছিল বিসিসিআই। তবে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই আইপিএলের পরিবর্তীত সূচী তৈরির কাজে লেগে পড়েছিল বিসিসিআই। আগামী ১৭ মে থেকেই ফের শুরু হতে চলেছে আইপিএল। তবে বাকি ম্যাচ গুলোতে হয়ত দেখা যাবে না চিয়ার লিডারও ডিজে।

এই প্রসঙ্গ নিয়েই মুখ খুলেছিলেন সুনীল গাভাসকর। ভারত-পাক অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন ভারতের জওয়ানরা। তাদের প্রতি শ্রদ্ধার্ঘ ও সম্মান জানাতেই আইপিএল শুরু হলেও সেখান থেকে চিয়ারলিডার ও ডিজের ব্যবস্থা বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সুনীল গাভাসকর। শোনাযাচ্ছে তেমনটাই নাকি হতে চলেছে।

বিসিসিআই সরাসরি না বললেও, এক সর্বভারতীয় সংস্থায় বোর্ড সূত্রে জানানো হয়েছে যে বাকি ম্যাচ গুলো চিয়ারলিডার ও ডিজেহীন দেখা যেতে পারে। ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে। সেই ম্যাচ দিয়েই আরম্ভ হতে পারে এই নিয়মের।

–
–

–

–

–

–


–

–

–

–

–