Wednesday, January 14, 2026

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

Date:

Share post:

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ নিয়েছেন বুধবার। তারপরই বেনজিরভাবে সংবিধানের ১৪৩ ধারা ব্যবহার করে সুপ্রিম কোর্টকে প্রশ্নের মুখে দাঁড় করালেন খোদ রাষ্ট্রপতি (President Draupadi Murmu)।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) বিচার বিভাগের উদ্দেশে বেনোজির ভাবে ১৪টি প্রশ্ন ছুড়ে দেন। রাজ্যপাল ও রাষ্ট্রপতিদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। তার ফলেই দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চকে এখন রাষ্ট্রপতির ছুঁড়ে দেওয়া প্রশ্নগুলির জবাব দিতে হবে।

আরও পড়ুন- যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে ‘নির্দেশ’ দিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে পড়ে। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শীর্ষ আদালত ‘সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে’ আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতে পারে। সেই মোতাবেক সুপ্রিম কোর্টের এক্তিয়ার রয়েছে। এবার রাষ্ট্রপতি স্বয়ং সংবিধানের ১৪৩ নম্বর অনুচ্ছেদ তুলে ধরে সুপ্রিম কোর্টকে প্রশ্নের মুখে ফেলে দেন।

সংবিধানের ১৪৩ ধারায় বিশেষ ক্ষমতা পান রাষ্ট্রপতিও। সুপ্রিম কোর্টের যে কোনও রায় নিয়ে তাঁর প্রশ্ন তোলার অধিকার রয়েছে। সেই অধিকার বলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টকে ১৪টি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। এই প্রশ্নাবলীর মধ্যে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট কীভাবে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিল পাশের সময়সীমা বেঁধে দিতে পারে? রাজ্যগুলি কি সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতাকে কেন্দ্রের বিরুদ্ধে ব্যবহার করছে? রাজ্যপালের সিদ্ধান্ত কি বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে? রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা কি সুপ্রিম রায়ে খর্ব হচ্ছে না? এমন একগুচ্ছ প্রশ্নের এখন জবাব দিতে হবে সদ্য প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়া বি আর গাভাইকে। ফলে প্রথম ইনিংসেই কড়া চ্যালেঞ্জের মুখে প্রধান বিচারপতি। সেজন্য ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে তাঁকে। সেই সাংবিধানিক বেঞ্চের পরামর্শ মেনে রাষ্ট্রপতির প্রশ্নগুলির জবাব দেবেন প্রধান বিচারপতি।

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...