Thursday, May 15, 2025

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

Date:

Share post:

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই কাগিসো রাবাডাদের(Kagiso Rabada) আইপিএলে আসার সমস্যাও কার্যত মিটে গিয়েছে। প্রস্তুতির জন্য যে তারিখ তারা ঘোষণা করেছিল, সেই সিদ্ধান্তই বদলে ফেলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ২৬ মে নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি প্রোটিয়া শিবির শুরু করবে আগামী ৩ জুন থেকে। এরপরই জল্পনা তুঙ্গে।

এক সপ্তাহ স্থগিত থাকার পর অবশেষে আগামী ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএলের(IPL) পরবর্তী ম্যাচ গুলো। সেখানেই বদলে গিয়েছে এবারের ফাইনালের দিনও। দিন বদলে এবার আইপিএলের ফাইনাল হবে আগামী ৩ জুন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও তাদের দিন বদলে এই তিন তারিখ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি রেখেছে। আর তাতেই রাবাডাদের(Kagiso Rabada) নিয়ে সমস্যাও কার্যত মিটে গিয়েছে।

আইপিএল স্থগিত হওয়ার পরই দেশে ফিরে গিয়েছিলেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি ক্রিকেটাররা। এরপরই শুরু হয়েছিল নতুন জল্পনা। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই আইপিএলের দিন ঘোষণা করেছিল বোর্ড। এরপরই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিদের তাদের ক্রিকেটারদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। সেই সময় থেকেই শুরু হয়েছিল সমস্যাটা।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আসা নিয়েই সমস্যা দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল বেশিরভাগ অজি এবং প্রোটিয়া ক্রিকেটাররা নাকি আসতে চাইছেন না। এরপরই দ্কষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ঘোষণা যে তাদের দেশের ক্রিকেটারদের নাকি ফিরতে হবে আগামী ২৬ মে-র মধ্যে। কারণঁ সেই সময় থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু হবে।

তখনই রাবাডাদের আসা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। এবার ক্রিকেটারদের আগামী ৩ জুন যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...