বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই নন রভম্যান পাওয়েলও(Rovman Powell) নাকি আসছেন না শেষ পর্যায়ের আইপিএল(IPL) খেলতে। কয়েকদিন আগেই শুরু হয়েছিল মইন আলির(Moeen Ali) না খেলা নিয়ে জল্পনাটা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। এবার আইপিএলের মঞ্চে দেখা যাবে না মইন আলি এবং রভম্যান পাওয়েলকে।

বৃহস্পতিবারই বেঙ্গালুরু শিবিরে পৌঁছেছ কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। ডোয়েন ব্রাভোর সঙ্গে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা ইতিমধ্যেই চলে এসেছেন বেঙ্গালুরুতে। কিন্তু মইন আলিকে দেখতে না পেয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এদিনই সরকারীভাবে তাদের না খেলার কথা ঘোষণা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে।

তবে অন্য কোনও কারণ নয়, ব্যক্তিগত কারণের কথা জানিয়েই এবারের শেষ পর্যায়ের ম্যাচে না আসার কথা জানিয়ে দিয়েছেন মইন আলি। এই মুহূর্তে মইন আলি এবং তাঁর পরিবরার ভাইরাল সংক্রমণের শিকার। সেই কথা জানিয়েই শেষ দুটো ম্যাচের জন্য না আসার কথা জানিয়ে দিয়েছেন মইন আলি। একইরকম ভাবে মেডিক্যাল সমস্যার কথা জানিয়ে রভম্যান পাওয়েলও না আসার কথা জানিয়েছেন।

ভারত-পাক সমস্যার জেরে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই অবশ্য সমস্ত বিদেশি ক্রিকেটারদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক বিদেশি ক্রিকেটারই আসতে চাইছেন না। তবে তাদের যাতে জোর না করা হয় সেই কথাও জানানো হয়েছে বোর্ডের তরফে।

–
–

–

–

–

–


–

–

–

–

–