চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলার জেরে বাতিল হয় আইএমএ-র (IMA) নবগঠিত কমিটি। নতুন করে দুমাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আইএমএ পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেনের (Santanu Sen) উদ্দেশ্যে আইএমএ-র কেন্দ্রীয় শাখা একটি নির্দেশ জারি করে শুক্রবার। নির্বাচন প্রক্রিয়া ব্যালট পেপার (ballot paper) এবং ব্যালট সিল করার পদ্ধতি নিয়ে যে অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে সব অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়, বলে দাবি আইএমএ (IMA, Delhi) কেন্দ্রীয় শাখার। সেই অনুযায়ী ২০২৫-২০২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করা হয়।

সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, আইএমএ রাজ্য শাখার নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া দুজন পর্যবেক্ষকের তত্ত্বাবধানে পরবর্তী নির্বাচন হবে। গণনা এবং ফলাফল ঘোষণা হবে আইএমএ-র (IMA) সদর দফতর থেকে। আগামী দুমাসের মধ্যেই এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করে নতুন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

–

–

–
–

–

–

–

–

–

–
