Friday, November 28, 2025

ইউটিউবার থেকে বিধবা মহিলা, তথ্য পেতে জাল পাতা পাকিস্তানের

Date:

Share post:

কাশ্মীরেই আর শুধুমাত্র নিজেদের গুপ্তচরের জাল পাতায় সীমাবদ্ধ থাকেনি পাকিস্তান। পঞ্জাব, হরিয়ানাতেও গুপ্তচর রেখেছিল পাকিস্তান। আর সেই কাজে অল্প বয়সী যুবকদের পাশাপাশি এবার মহিলাদেরও কাজে লাগানো হয়েছিল। সন্দেহ এড়াতে জনপ্রিয় ইউটিউবার (YouTuber) থেকে বিধবা মহিলাদের দিয়ে সংগ্রহ করা হচ্ছিল ভারতীয় সেনার (Indian Army) তথ্য। একাধিক রাজ্যের পুলিশের গোয়েন্দা অভিযানে এবার ভারতে বসে পাকিস্তানের চরবৃত্তির (spy) অভিযোগে গ্রেফতার ৬ ভারতীয়। শুধুমাত্র দেশের পশ্চিম সীমান্ত নয়, উত্তর-পূর্বের অসম পুলিশও গ্রেফতার করল সাত পাক গোয়েন্দা সহকারীকে।

হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি রানিকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। অভিযোগ, পাকিস্তানে গিয়ে ইউটিউব ভিডিও বানানোর টোপ দিয়ে জ্যোতির সঙ্গে বন্ধুত্ব করে পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক ব্যক্তি। ভারতে গুপ্তচর নিয়োগে বড় ভূমিকা ছিল এই দানিশের, দাবি গোয়েন্দাদের। পাকিস্তানে দুবার গিয়েছিল এই ইউটিউবার (YouTuber) জ্যোতি। সেখানেই পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভসের দুই কর্মীর সঙ্গে যোগাযোগ হয়। হোয়াটঅ্যাপ, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে তাদের কাছে ভারতের বিভিন্ন তথ্য পাঠাতো জ্যোতি, গোয়েন্দাদের জেরায় সে স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা যায়। এমনকি জেহাদিদের দ্বারা প্রভাবিত হয়ে পাকিস্তান নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে প্রচারও চালায় জ্যোতি।

তার পাশাপাশি পঞ্জাবের হিসারের বাসিন্দা এক বিধবা মহিলাকেও বিয়ের টোপ দিয়ে পাক গুপ্তচর (spy) বানিয়ে ফেলে এই দানিশ। গুজালা নামে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠায় দানিশ। পরে আরও টাকা পাকিস্তানের গুপ্তচরদের অ্যাকাউন্ট থেকে গুজালার অ্য়াকাউন্টে পাঠানোর প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। আবার পরে সেই টাকাই গুজালা নিজের অ্যাকাউন্ট থেকে ভাগে ভাগে বিভিন্ন পাকিস্তানি স্লিপার সেলের অ্যাকাউন্টে পাঠায়। তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

পাকিস্তানের খালসা কলেজের এক পড়ুয়া আস্থা মোদিকেও গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। গুরুত্বপূর্ণ পাতিয়ালা সেনা ছাউনির (Patiala Army Base) তথ্য পাকিস্তানের হাতে তুলে দিত এই কলেজ পড়ুয়া, দাবি গোয়েন্দাদের। তার মোবাইল থেকে পাওয়া সূত্র ধরে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।

মহিলাদের পাশাপাশি কম বয়সি কলেজ ছাত্রদেরও ভারতের তথ্য হাতাতে গুপ্তচরের কাজে লাগিয়েছিল পাক গুপ্তচর সংস্থাগুলি। দেবেন্দ্র সিং ধিলো নামে আরেক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে এমনই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পাকিস্তানে বেড়াতে যাওয়ার পরে সেনার অস্ত্রের ছবি পাক গুপ্তচরদের পাঠানোর কাজ করেছে। তার সঙ্গে আইএসআই-এর (ISI) কর্মীদের যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে।

এছাড়াও ভারতে বসে পাকিস্তানকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য মালেরকোটলা থেকে ইয়ামিন ও নুহ থেকে আরমান নামে দুজনকেও গ্রেফতার করা হয়েছে শনিবার। পাক গুপ্তচারদের টাকার আদান প্রদান ও সিমকার্ড (SIM card) দিয়ে সাহায্য করত এই গুপ্তচার, উঠে এসেছে তদন্তে।

অন্যদিকে শনিবারই অসম পুলিশ দাবি করে, রাজ্যের গোয়েন্দা ও এসটিএফ সাতজন সন্দেহভাজনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেআইনি সিমকার্ড ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি অসম পুলিশের। এই সিমকার্ড (SIM card) দিয়ে জালিয়াতির কাজ ছাড়াও দেশবিরোধী কাজ, তথ্য পাচারের কাজ চলত বলেও দাবি অসম পুলিশের।

spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...